তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম
ধাপ-১ঃ কাজ শুরু । ধাপ-২ঃ তিনটি সংখ্যা a, b, c নিই । ধাপ-৩ঃ যদি a<b ও a<c হয় তবে, a সবচেয়ে ছোট ছাপাই । অন্যথায় ৪নং ধাপে যাই। ধাপ-৪ঃ যদি b<a ও b<c হয় তবে, b সবচেয়ে ছোট ছাপাই। অন্যথায় ৫নং ধাপে যাই। ধাপ-৫ঃ c সবচেয়ে ছোট ছাপাই। ধাপ-৬ঃ কাজ শেষ ।